৩ নং চরমোহনা ইউনিয়ন
রায়পুর, লক্ষ্মীপুর।
পূর্ববর্তী মামলার রায়
মোকাদ্দমা নং- ৭৬/২০১২
বাদীর নামঃ তোফায়েল আহাম্মদ, পিতাঃ মৃত- ইমান হক মাল, সাং- দঃ রায়পুর, রায়পুর, লক্ষ্মীপুর।
বিবাদীর নামঃ আবু তাহের গং- ৩ জন, পিতাঃ আবদুল আজীজ মাল, সাং- দঃ রায়পুর, রায়পুর, লক্ষ্মীপুর।
আদেশের নং- ৯
তারিখঃ ১৪/০২/২০১৩
আদেশের সারমর্ম
অদ্য মামলার বাদী ও বিবাদী পক্ষ হাজির আছে। উভয় পক্ষের মনোনীত প্রতিনিধিগন হাজির। গ্রাম আদালতের চেয়রম্যান ইউপি চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম মিঠু সাহেব উভয় পক্ষের প্রতিনিধিগণকে নিয়া অদ্য প্রকাশ্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠন করিয়া অত্র মামলার কার্যক্রম শুরু করেন। মামলাটি গ্রাম আদালতে ২য় তফসীল দেওয়ানি মামলা হয়। বাদীর সংক্ষিপ্ত দাবী এইযে, বিবাদীগন দেড় বছর পূর্বে ৬.৭৫ ডিং জমিন জবর দখল করিয়া নেয়। উক্ত ভূমি যবর দখল মুক্ত করিয়া দেওয়ার আবেদন করেন। বাদী ও বিবাদী উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করা হইল। স্বাক্ষী প্রমান গ্রহন করা হইল। ইহাতে প্রতিয়মান হয় যে বাদী মালিকানা শর্ত সঠিক আছে। বিবাদীগন উক্ত ভূমি জবর দখল করিয়া আছে। বিবাদীগণকে বাদীর ২৫৫৬ দাগের ৬.৭৫ ডিং জমিন এর দখল বাদীর উপরে ছাড়িয়া দেওয়ার জন্য আদেশ দেওয়া হইল। এই সিদ্ধান্ত ৪-০ ভোটে গ্রহীত হইল। আদেশটি যথাযথ ভাবে পূরন করার জন্য নির্দেশ দেওয়া গেল।
প্রতিনিধি গনের নামঃ
১. জনাব দুলাল চৌধুরী- ইউপি সদস্য- স্বাক্ষরীত
২. জনাব বেলায়েত হোসেন, গন্যমান্য- ঐ
৩. জনাব ফজলুল করিম- ইউপি সদস্য- ঐ
স্বাক্ষর
চেয়ারম্যান
গ্রাম আদালত
তারিখঃ ১৪/০২/২০১৩
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS